পটিয়ায় আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

মোঃ আলাউদ্দীন :

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, আল্লাহকে পাবার গভীর আগ্রহে, নবী প্রেমের নিবিড় সাগ্রহে, গাউছুল আজম এর শরণাপন্ন হলে তাঁর সুমহান অনুগ্রহে তাওয়াজ্জুহর প্রক্ষেপনে মানুষের অভ্যন্তরীণ লতিফাসমূহে জারি হয় জিকিরে খোদার গুনগুন গুঞ্জরণ। এমনিভাবে নূর জগতের ক্বলবের সাথে ধূলীর জগতে অবস্থিত মানুষের ক্বলবের সংযোগ সাধিত হয়। এভাবে সব লতিফায় যুক্ত হয় ঐশী তরঙ্গ, ফলশ্রুতিতে পাপে আসক্ত মানব চায় নবীকে কাছে পাবার সঙ্গ। রাসুলে মোস্তফার এ নূরানী দর্শন মিলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে।

তিনি গত (১৫ মার্চ) জুমাবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে পবিত্র মি’রাজুন্নবী (দঃ) ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১১১ নং পটিয়া রতনপুর ও ১৮২ নং পটিয়া পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

তিনি আরও বলেন, কাগতিয়ার মহান গাউছুল আজম (রাঃ)’র নূরে মোহাম্মদীর এ দর্শনে খোদায়ীভাবে আলোকিত হয়ে উঠবে প্রত্যেক ব্যক্তি, পৃথিবীতে বাড়বে শান্তির ব্যাপ্তি, সমাজ হবে প্রেমশুদ্ধ জয়গানে মুখরিত, সত্যিকারের আলোকিত মানুষে রাষ্ট্রে বইবে আরাধ্য শান্তির সুরভিত সুঘ্রান।

এশায়াত মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুহাম্মদ নাছির উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ অলি আহাদ চৌধুরী।

মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ্ব আল্ল¬ামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, এশায়াত সম্পাদক হযরতুলহাজ্ব আল্ল¬ামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, হযরতুলহাজ্ব আল্ল¬ামা মোহাম্মদ সেকান্দর আলী প্রমুখ।

মাহফিলে স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তি, আলেম, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *