ফেনী প্রতিনিধি:
রাস্তা দখল করে ঝুপড়ি ঘর নির্মাণ, কাঁচাপাকা দোকানঘর নির্মাণ করে পার্কিং এর জায়গা দখল, অবৈধভাবে রাস্তার অংশে সাইনবোর্ড স্থাপন, যত্রতত্র গাড়ি পার্কিং করে জনদুর্ভোগের কারণে ফেনী হাসপাতাল মোড়ে অভিযান পরিচালনা করে ফেনী জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন।
ফেনী সদরের উদ্যোগে এবং ফেনী পৌরসভার সহযোগিতায় আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন, ফেনী সদর এসি ল্যান্ড ফেনী সদর এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সকল অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং দোষীদেরকে বিভিন্ন অংকের অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুর রহমান ভুঁইয়া ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন লিটন।
অভিযানে ফেনী মডেল থানা পুলিশ সহায়তা করেন।
নির্বাহী অফিসার মোঃ মামুন জানাণ, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।