সোনাগাজী প্রতিনিধি : পৌরসভা সড়কের এম এ হক এন্ড সন্সের ক্যাশ ভেঙ্গে ৩২ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।
দোকান মালিক জানান, দোকান খোলা রেখে বাহিরে ঘুরছিলেন, এর ফাঁকে ক্যাশ বাক্স ভেঙে প্রায় ৩২ হাজার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলো তারা। অাশ পাশের লোকজন তাদেরকে অাটক করে টাকা গুলো উদ্ধার করেন। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানান, ধৃতদের জিঙ্গাসাবাদ করা হচ্ছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
আটক হওয়া দুজনের বাড়ী উপজেলার সোনাপুর গ্রামে।