ফেনী প্রতিনিধি :
অন্তর তার নানুর সাথে রাগ করে নোয়াখালী থেকে ২ মাস আগে ফেনী আসে। ফেনীর ট্রাংক রোডে কান্না করতে দেখে ডিম বিক্রেতা সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজার সংলগ্ন মোহাম্দপুর গ্রামের জামশেদের কাছে হাওলা করে। মোহাম্মদপুর গ্রামের দাউদের ছেলে সজীবের সাথে অন্তরের বন্ধুত্ত্ব হয়। সজীব ওলামাবাজার জামাল সাইকেলমার্ট থেকে ১ঘন্টার জন্য সাইকেল ভাড়া করে। সজীব ভাড়ার টাকা দিতে না পেরে অন্তরকে সাইকেল পৌঁছাতে বলে। অন্তর সাইকেল ভাড়ার টাকার কথা চিন্তা করে ভয়ে সাইকেলযোগে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা করে। যাত্রা পথে ডাকবাংলায় পৌঁছলে সাইকেলের চাকায় বাতাস দেয়ার জন্য বিরতি দেয়। ফারুক ওয়ার্কসপের মালিক সিরাজমিয়া অন্তরের বয়সের কথা ভেবে তাকে জিজ্ঞাসাবাদে কথার এলোমেলো দেখে সোনাগাজী থানায় খবর দিলে এএসআই ভূদেব সরকারের তত্ত্বাবধানে অন্তরকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়।
অন্তরেরর নানা বাড়ী নোয়াখালীর কমল নগরের রফিক মাষ্টার বাড়ীর আবুল খায়েরের নাতি।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, অন্তরকে তার গ্রামের বাড়ী পৌঁছানোর জন্য কমলনগরের চেয়ারম্যানকে খবর দেয়া হয়েছে।