গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী:
বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, মাদকের সাথে জড়িত বড়-ছোট, চৌধুরী- জমিদার কেউ আইনের উর্ধ্বে নয়। আমার পরিবারের লোক হলেও তাকেও ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে। আজকে মাদকের কারণে অনেক যুবক তরুণ ধ্বংস হচ্ছে। অনেকের মাদকের কারণে স্বাভাবিক জীবন নষ্ট হচ্ছে, রাজনৈতিক জীবন ধ্বংস হচ্ছে, শিক্ষা জীবন ধ্বংস হচ্ছে। মাদকাসক্ত হয়ে অনেকে মা-বাবার গায়ে হাত তুলে, মা-বাবার সাথে দুর্ব্যহার করে।
গত ৫ জুলাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইভটিজিং, মাদক, বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের দলের কারা জুয়ার সাথে জড়িত, মদের সাথে জড়িত, নারীর সাথে জড়িত, এদের বয়কট করুন, এদের কিসের রাজনীতি। এদের রাজনীতি থেকে দূরে সরে যেতে হবে, এরা থাকতে পারবেনা। আওয়ামী লীগ করতে হলে সহি শুদ্ধ হতে হবে। আওয়ামী লীগ কোন নারী আসক্ত, মাদকাসক্তকে ক্ষমা করবে না। দলীয় নমিনেশনে ইউনিয়ন, পৌরসভায় কোথায়ও তাদের স্থান হবে না।
আরো বলেন, আজকে ভূমিদস্যুরা চরের পর চর দখল করে রেখেছে, আজকে ভূমিহীন সেখানে নেই, সমস্ত ভূমিদস্যু। এরা কারা এদেরকে চিনতে হবে আপনারা। এদেরকে চিহিৃত করে এদের স্বরুপ উদঘাটন করতে হবে আপনাদের। এটার বিকল্প নেই। চর ফকিরা এবং চর এলাহীর ভূমিদস্যুদের চিহিৃত করতে হবে। ভূমিদস্যু কোন দলের নেতা হোতে পারে না। ভূমিহীনদের ভূমি দেওয়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। কিছু ভূমিদস্যু নাটকের কারণে আমরা ভূমিহীনদের জায়গা দিতে পারি নাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রেয়াজুল হক লিটন প্রমূখ।