মোঃ আলাউদ্দীন (চট্টগ্রাম ব্যুরো):
‘এসো স্মৃতির প্রাঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সিলেট মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী,
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা, রাউজান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ,। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযান পরিষদের প্রধান সমন্বয়ক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা আবু হোসাইন টিপু, প্রধান শিক্ষক স্বপন কুমার বনিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান সৈয়দ অব্দুল জব্বার সোহেল, সৈয়দ হোসেন কোম্পানী, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী, ইমরান হোসেন ইমু প্রমূখ। সকালে র্যালি, জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানিকতার পর ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পরে আলোচনাসভা, মধ্যহ্নভোজ, স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।