জনগনের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন – দলীয় নেতা কর্মীদের প্রতি জহির উদ্দিন লিপটন

সোনাগাজী প্রতিনিধি >> ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়ন অা’লীগের অায়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন।

প্রধান অতিথির বক্তব্যে লিপটন বলেন, জনগনের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন।  নিজেদের মধ্যে দলাদলি পরিহার করে ঐক্যবদ্ধ হোন।  অাগামী জাতীয় সংসদ নির্বাচনে যেকোন উপায়ে অা’লীগকে ক্ষমতায় অাসতে হবে।।

শনিবার বিকালে মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুৃষ্ঠিত সভায় ইউনিয়ন অা’লীগের সভাপতি বাহার উল্যাহ ভুঞার সভাপতিত্বে ও অাবু বক্কর সিদ্দিক দুলালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা অা’লীগের সাবেক সাধারন সম্পাদক শামসুল অারেফিন,  উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ,  চর ছান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, প্রবীন অা’লীগ নেতা নশু মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি অালাউদ্দিন রুমন,  সাবেক ছাত্রলীগ শাহাদাত হোসেন জুয়েল, সাইদুল হক, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল করিম সাইফুল প্রমুখ।

অালোচনা সভা শেষে নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *