নিজস্বপ্রতিবেদক, সুনামগঞ্জ :
যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি(নাটাব) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি(নাটাব) সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বাবু ধূর্জুটি কুমার বসুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নির্মল ভট্রাচার্য্যর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার আলী। সভায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ ওমর ফারুক ও নাটাবের ফিল্ড কর্মকর্তা সুমন চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন.বসন্ত,ম্যালেরিয়া ও যক্ষা এই রোগগুলো এক সময় মহামারীর মতো ছিল। কিন্তু সরকারের স্বদিচ্ছা ও নাটাবের কার্যক্রমের ফলে সুনামগঞ্জে এর প্রাদুভাব অনেকটা নিয়ন্ত্রনে এসেছে।
তারা আরো বলেন,এই সমস্ত রোগ নিরাময়ে (ওয়ারনেস বিল্ডাব) জনসচেতনার কোন বিকল্প নেই। এজন্য জেলা শহর থেকে শুরু করে গ্রামপর্যায় এর প্রচার ও প্রসারে গণমাধ্যমকর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে আশাবাদ করেন বক্তারা।