হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্থর স্থাপন

আবুল কাশেম রুমন,সিলেট:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ এলাকায় কাজী ওয়াছিফ আলী, শাহ্ আব্দুর রশিদ (র.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্থর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর ২০২১ইং (সোমবার) প্রধান উদ্যোগতা ও ভূমিদাতা আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মোহিত হান্নান ও লন্ডন প্রবাসী মোহাম্মদ শাহাজাহান সিরাজ এর যৌথ ভাবে এলাকাবাসীদেরে নিয়ে সকাল ১১ টায় মাদ্রাসার ভিত্তির প্রস্থর স্থাপন ও শুভ উদ্ভোধন করেন।

দ্বিতীয় ধ্যাপে সন্ধ্যায় কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মোহিত হান্নান এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ এর পরিচলনায় স্থানীয়দের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট এর অর্থোপেডিক্স বিভাগের রেজিষ্টার্ড ডা. কাজী আরিফ বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী মোহাম্মদ শাহাজাহান সিরাজ,সিলেট সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও অন টিভির সিলেট ব্যুরো চীফ আবুল কাশেম রুমন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষণাবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ইমাম উদ্দিন কনাই, সাবেক মেম্বার এলাকার বিশিষ্ট্য মুরব্বী বর্তমান মেম্বার পদপ্রার্থী ছালিক আহমদ, বর্তমান মেম্বার পদপ্রার্থী পাখি মিয়া, কাজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম হেলাল, কাজিপাড়া ও মুসলিম পাড়া জামে মসজিদের বর্তমান সভাপতি আবুল হাসেম শিমন, তরুণ সমাজসেবী রুহেল আহমদ, বিশিষ্ট্য ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল আহমদ, সমাজসেবী জাহাঙ্গীর আলম (সোহেল), ফ্রান্স প্রবাসী আবুল রাশেম রায়মন, প্রবীন মুরব্বী মোবারক আলী, আব্দুল মতিন, আব্দুল হেকিম, আব্দুর রব,ফারুক মিয়া, আব্দুল হান্নান, আব্দুস ছালাম, ব্যবসায়ী রেকল আহমদ, তরুণ সমাজকর্মী সবুজ আহমদ, কাওছার আহমদ, সাঈদ আহমদ, ছাদিকুর রহমান ছাদিক, আবু নাছির শায়মন,জায়েদ আহমদ, জাবের আহমদ প্রমুখ।

সভা শেষে বিশেষ মোনাজাত করেন কাজিপাড়া ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস শুকুর। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইমাম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *