সুনামগঞ্জে চুরির রডসহ ২নির্মাণ শ্রমিক গ্রেফতার

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ :
সুনামগঞ্জে চুরির রডসহ ২জন নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শ্রমিকরা হলো- জেলার দোয়ারাবাজার উপজেলার যুগিরগাঁও
গ্রামের ইন্তাজ আলীর ছেলে রুয়েল মিয়া (২৪) ও পাবনা জেলার ফরিদপুর থানার
আড়কান্দি গ্রামের চাঁদ মোল্লার ছেলে মোহাম্মদ আলী (২৩)।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাঘারে
পাঠানো হয়েছে। এর আগে দুপুরে জেলার শান্তিগঞ্জ থানায় গ্রেফতারকৃত ২
নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার শান্তিগঞ্জ উপজেলার ভমভমি বাজারে
সরকারি ভাবে একটি মার্কেটের নির্মাণ কাজ চলছে। সেখানে রুয়েল মিয়া ও
মোহাম্মদ আলী নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল।

সেই সুযোগকে
কাজে লাগিয়ে গতকাল বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় দুজন মিলে মার্কেট
নির্মাণের জন্য মজুত রাখা রডের মধ্য থেকে ৩৫০ কেজি রড চুরি করে
পাশর্^বর্তী জগন্নাথপুর উপজেলার ভাঙ্গারী ব্যবসায়ীদের দোকানে নিয়ে বিক্রি
করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২জনকে হাতেনাতে গ্রেফতার করে।

এঘটনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে সরকারি মার্কেট
নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজের
মালিক মোঃ মাইনউদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত ২নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে
থানায় একটি মামলা দায়ের করেন।

শান্তিগঞ্জ থানার ওসি দায়িত্বে থাকা এসআই মোঃ আলাাউদ্দিন সাংবাদিকদের
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *