দিরাই থানা পুলিশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে জনগণকে আশ্বস্ত করতে মাঠে 

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে সতস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এজন্য দিরাই থানা পুলিশ এর একটি উচ্চ পর্যায়ের টিম দিনভর ঘুরে বেড়িয়েছেন দিরাই উপজেলার বিভিন্ন স্থানে।

সন্ধ্যা ৭ঘটিকার সময় রাজানগর ইউনিয়নের চকবাজার ব্যাপক সাধারণ মানুষের উপস্থিতিতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন গতকাল নির্বাচন কমিশনার সুনামগঞ্জ আইনশৃঙ্খলা সভায় স্পষ্ট করে বলেছেন সরকার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু, সুন্দর ও সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে বাস্তবায়ন করতে চায়। ভোট কেন্দ্রে কোন অনিয়ম, বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না।

এছাড়াও ওসি জনতার উদ্দেশ্যে বলেন আপনারা নিজেরা জাল ভোট দেবেন না, যার ভোট  সে নিজে দিবেন, কেউ জাল ভোট দিতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, যেকোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন হবে। ভয়ের, শঙ্কার কিছু নেই। আপনাদের পাশে আইনশৃঙ্খলা বাহিনী আছে আমাদের নাম্বার রাখেন, প্রয়োজনে যোগাযোগ করবেন।

থানা পুলিশের এ-ই ব্যতিক্রমী উদ্যোগে উপস্থিত সাধারণ জনতা উল্লাস প্রকাশ করে আশ্বস্ত হতে দেখা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *