শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরা জেলা ট্রাক- ট্র্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা-৭৬৪) এর নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বহস্পতিবার দুপুর কাটিয়া নারিকেলতলাস্ত ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ শেখ মনিরজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও ইটাগাছা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, যুগ্ম সম্পাদক ও ইটাগাছা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ প্রমুখ।
অনুষ্ঠান প্রধান অতিথি ছাইফুল করিম সাবু বলেন, শ্রমিকরা দেশের চালিকা শক্তি। শ্রমিকদের পরিশ্রমের কারণে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকাটা জরুরি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের ভাগ্যর উন্নয়ন ঘটেছে।
সাতক্ষীরার শ্রমিকরা এখন শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু একটি মহল সাতক্ষীরায় জাতীয় শ্রমিকলীগকে বিভক্ত করার ষড়যন্র লিপ্ত রয়েছেন। কিন্তু ষড়যন্রে সাতক্ষীরায় শ্রমিকলীগকে বিভক্ত করা যাবে না। তিনি ওই মহলকে কঠোরভাবে হুশিয়ারী প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়নের অফিস সহকারী আশরাফ আলী।