সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জেলের মৃত্যু হয়েছে এবং অপর আরো একজন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম মোঃ লিটন মিয়া(২৮)। সে জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে এবং অপর আহত মোঃ সালাম মিয়া(৪০। সে পাশর্^বর্তী দুর্লভপুৃর গ্রামের মিলন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইসলামপুর নারায়নতলা কুমিল্লা হাটি প্রাথমিক বিদ্যালয়ের মখলিছ মিয়ার পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরের ছোট ছোট খুটিতে লাগালো বিদ্যুৎ এর লাইনে হাত লেগে সে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত এই ব্যক্তি পেশায় একজন মৎস্যজীবি। সে মাছ কিনে পাইকারী ধরে হাটবাজারে বিক্রি করে সংসার চালাতো। সে মখলিছ মিয়ার পুকুরের মাছ কিনে মাছ ধরার জন্য পুকুরে নামার আগে মখলিছ মিয়াকে বিদ্যুৎ এর লাইন ভন্ধ করার কথা বলেন।
এ সময় মখলিছ মিয়া বিদ্যুৎ এর লাইন বন্ধ না করেই মাছ ব্যবসায়ী লিটন মিয়াকে লাইন বন্ধ করা হয়েছে বলে আশ্বাস দিলে লিটন মিয়া পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়েই এমন দূর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।