মাদক চোরাচালানীদের হামলায় এসআই সহ ৬জন আহত- বাংলারদর্পন

হাবিব সরোয়ার আজাদ :
ভারতীয় গাঁজার চালান আটক করতে গিয়ে সীমান্তে মাদক চোরাচালানী চক্রের হামলায় সুনামগঞ্জে তাহিরপুর থানার এসআই সহ ৬ জন আহত
হয়েছেন।

সোমবার রাতে তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের সীমান্তপল্লী রাজাই গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার দুপুরে থানার ওসি মো. আতিকুর রহমান ওই হামলার ঘটনা নিশ্চিত করে জানান, হামলায় জড়িত দুই মাদক চোরাচালানীকে আটক ও ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।

তিনি আরোও জানান, ভারতীয় গাঁজার একটি বড় ধরণের চালান ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিক্তিত্বে সোমবার রাতে সীমান্তপল্লী রাজাই
গ্রামে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে যান। অভিযান আঁচ করতে পেরে মাদক চোরাচালনী চক্র ও তাদের পরিবারের
সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা করে।

হামলায় থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হাসান, এএসআই রাজু কুমার বিশ্বাস, নায়েব মন্টু দে, কনষ্টেবল
বাপন ধর, আজাদ, পুলিশের মোটর সাইকেল চালক সেলিম আহত হন।, আহত পুলিশ সদস্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও
মোটরসাইকেল চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় সোমবার রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে উন্নত
চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদিকে রাতে হামলার খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে সাড়াশি অভিযান চালিয়ে সীমান্তপল্লী রাজাই গ্রামের জম্মত আলীর ছেলে চিহ্নিত মাদক চোরাচালানী আলী আমজাদ ও মৃত জবেদ আলীর ছেলে এখলাছ মিয়াকে পুলিশ আটক করে।

এক্ধসঢ়;ই সময়ে পুলিশের উপর হামলার নেতৃত্বে থাকা সীমান্তপল্লী রাজাই গ্রামের মৃত আছমত আলীর ছেলে জুলহাস মিয়ার বসতঘর হতে ১২
কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। দ্বিতীয় দফায় পুলিশের ধরপাকর ও অভিযানের খবর পেয়ে জুলহাস ও তার অপর কয়েক সহযোগী গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *