সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদে দক্ষ ও যোগ্য প্রার্থী চায় তৃনমূল আওয়ামী লীগ

সোনাগাজী (ফেনী ) প্রতিনিধি:
ভৌগলিক ও অর্থনেতিক কারনে ফেনী জেলার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ন সাগরস্নাত সম্ভাবনাময় সোনাগাজী উপজেলা। প্রস্তাবিত বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল, ২০০ মেঘাওয়াট বায়ু ও সৌর বিদ্যুত প্রকল্প, বন্যারক্ষাবাঁধ নির্মান, বীজ সেন্টার স্থাপন সহ সরকারের বহু গুরুত্বপূর্ন প্রকল্পের কাজ চলমান । সে সব বিবেচনায় আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সোনাগাজী উপজেলায় স্থানীয়ভাবে দক্ষ, সুশিক্ষিত ও যোগ্য চেয়ারম্যান প্রয়োজন।
সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশি বর্তমান চেয়ারম্যান কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন, উপজেলা আ.লীগ সভাপতি রুহুল আমিন এবং যুগ্ন সাধারন সম্পাদক ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির । উপজেলা ও তৃনমূল পর্যায়ের আ.লীগ নেতাকর্মীরা মনে করেন, তৃণমূলে যাচাই করে চেয়ারম্যান পদে জনপ্রিয় ও যোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দেয়া উচিত।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপজেলা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম সহ চেয়ারম্যানবৃন্দ।
অতীত ও বর্তমান বিবেচনা করে দলীয় প্রার্থী দিলেই আওয়ামী লীগের প্রার্থী জিতবে এবং সাংগঠনিক ভাবে আওয়ামীলীগ আরো শক্তিশালী হবে পাশাপাশি এলাকার কাঙ্খিত উন্নয়ন হবে। পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল করিম সাইফুল বলেন, এ উপজেলায় একটি সরকারি সহ ৪টি কলেজ, প্রাথমিক ও মাধ্যামিক বিদ্যালয় শতাধিক এবং শতাধিক মাদ্রাসা রয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, মঙ্গলকান্দি ২০শয্যা হাসপাতাল, পশু হাসপাতাল, চর দরবেশ ১০শয্যা মা ও শিশু হাসপাতাল , ধান গবেষনা ইনষ্টিটিউট, প্রথম শ্রেনীর পৌরসভাসহ সবকিছু মিলে একটি সমৃদ্ধ উপজেলা। এসবের তদারকি করতে অবশ্যই দক্ষ ও সুশিক্ষিত জনপ্রতিনিধি আবশ্যক।
তৃনমূলে জনপ্রিয় ও সাংগঠনিক ভাবে দক্ষ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেড এম কামরুল আনাম। তিনি পর পর দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। এছাড়া তিনি জেলা আওয়ামীলীগের নির্বাহি সদস্য, কেন্দ্রীয় শ্রমীক লীগের সদস্য (সাবেক দপ্তর সম্পাদক), জাতীয় শ্রমীক মালিক পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সদস্য সচিব হিসেবে দায়ীত্বে আছেন।
উপজেলা শ্রমীক লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক বলেন, ২০০১-২০০৯সাল পর্যন্ত দলের চরম দুঃসময়ে জোট সরকারের ব্যাপক নির্যাতন সহ্য করেও তৃনমূল নেতাকর্মীদের পাশে ছিলেন চেয়ারম্যান কামরুল আনাম। সেসময় ফেনী ও সোনাগাজীতে দলের সকল আন্দোলন সংগ্রামেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আসন্ন পঞ্চম সোনাগাজী উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে তিনিই সর্বোচ্চ শিক্ষিত, দক্ষ ও যোগ্য।
উপজেলা আ.লীগের নির্বাহী সদস্য মো: রফিক বলেন, সংসদীয় এ আসনে জাতীয় পার্টির এমপি হওয়ায় সাংগঠনিকভাবে অধিক দক্ষ একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী চায় আওয়ামী লীগ। অন্যথায় বিএনপি অধ্যুষিত এ উপজেলায় কর্মীশুন্য হবে আওয়ামী লীগ। তৃনমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে প্রার্থী মনোনয়ন দিলে সাংগঠনিক কাঠামো নষ্ট হবে বলে জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা।
উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম বলেন, দলের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অবশ্যই যোগ্যতার ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান মনোনয়ন দিবেন। তিনি আরও বলেন জেলা আ.লীগের আহ্বানে যারা মনোনয়ন  সংগ্রহ করেছেন তাদের মধ্যে সার্বিক যোগ্যতায় তিনিই মনোনয়ন পাওয়ার যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *