চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী আগামীকাল চট্টগ্রামে আসছেন ।
একটি বেসরকারী বিমানযোগে তিনি শাহ্ আমানত বিমান বন্দরে অবতরণ করবেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক রাষ্ট্রদূত ও সাংসদ নুরুল আলম চৌধুরী’র নামাজে জানাযায় অংশগ্রহণ করবেন।
পরবর্তীতে তিনি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর যুবলীগের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। বিকাল ৪টার ফ্লাইটে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর শাখার যুবলীগ নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।