সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার শাহরিয়ার রহমান সৌরভ উপজেলা ভিত্তিক বক্তৃতায় প্রথমস্থান অধিকার করেছে।
সে শনিবার বিকেলে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহনে বক্তৃতা পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহনকৃত ১০ জন শিক্ষার্থীর মধ্যে বক্তৃতায় শাহরিয়ার রহমান সৌরভ প্রথম স্থান অধিকার করে।
সন্ধ্যায় সেরা বক্তা হিসেবে প্রথম স্থান অধিকার করায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমানের হাত থেকে সম্মাননা গ্রহন করে শাহরয়িার রহমান সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সে আগামীকাল সোমবার জেলা ভিত্তিক সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অংশগ্রহনের কথা রয়েছে। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া(ঘরোয়া)গ্রামের একলু মিয়ার ছেলে এবং ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী বাসিন্দা প্রবাসী ও বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা সাবিকুর রহমান সাবিকের আপন ভাতিজা। সে সবার দোয়া ও আর্শীবাদ প্রার্থী।