ফুলকলি মডেল কিন্ডারগার্টেন’র বৃত্তিপ্রাপ্ত ১১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

 

দাগনভূঞা সংবাদদাতা:

দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া ফুলকলি মডেল কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত  ১১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার ফুলকলি,র নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান।

 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া বাজার কমিটির সভাপতি মোঃ আলী হোসেন,স্থানীয় সমাজসেবক ফজলুর রহমান ও মাও:নুরুল ইসলাম প্রমূখ।

 

এসময় বৃত্তিপ্রপ্তদের হাতে বৃত্তির সনদ,নগদ টাকা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

প্রসঙ্গত,ফেনীর এডুকেশন এন্ড কালচার্যাল ক্যাম্পেইন ট্যালেন্ট সার্চ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ফূলকলি,র এ ১১ শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।এরা হলেন:সাইফ উদ্দিন রাহুল,সাদিকুল হাসান,জাসেদ খান ঈমন,ইশফাকুন ইফফাত,ইসরাত জাহান ইভা,জাহেদুল ইসলাম অরণ্য,সানজিদা আক্তার ,রাহিবা বিনতে রুপ্তা,মিহির উদ্দিন ফাহিম,সাবরিন সুলতানা,ছামিয়া জান্নাত প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *