টেকনাফে ৪ লক্ষ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি | বাংলারদর্পণ

প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ কোটি ৭২ লাখ টাকা।

বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দমদমিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের দমদমিয়া এলাকায় আইয়ুবের জোড়া এলাকাসংলগ্ন নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢোকার গোপন খবর আসে। এর ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবির দমদমিয়া বিওপির বিশেষ টহল দল।

পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। এর পর ওই বস্তাগুলোতে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ কোটি ৭২ লাখ টাকা।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আটক করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ওই ইয়াবাগুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *