সোনাগাজীর সেই মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন ৩০ সেপ্টেম্বর : প্রতিক বরাদ্দ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আলোচিত ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (১৬সেপ্টেম্বর) বিকেলে প্রতিক বরাদ্দ দিয়েছে প্রিসাইডিং অফিসার ও সহকারি কমিশনার নাসরিন আক্তার। উক্ত নির্বাচনে ৩জন অভিভাবক সদস্য পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

নির্বাচনের মাঠে আছেন তারা হলেন, সৈয়দ দীন মোহাম্মদ (চেয়ার), মো. আলা উদ্দিন(আনারস), আবুল খায়ের(মাছ), হাফেজ আবদুল আজিজ(দেয়ালঘড়ি), সালেহ আহমদ(বই), মো. ইসমাইল(টুপি), মো. নিজাম উদ্দিন(আপেল), মো. ইব্রাহীম(কলম) ও মো. আবদুল্লাহ(দোয়াত)। ১ হাজার ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সুজন চৌধুরী গত ১৮ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

চলতি বছরের ২৭ মার্চ ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানি করেন। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদি হয়ে অধ্যক্ষকে আসামি করে মামলা দায়ের করেন। গত ৬ এপ্রিল আলিম পরীক্ষার ২য় দিনে পরীক্ষার হল থেকে ডেকে পাশের ভবনের ছাদে নিয়ে মামলা তুলে নিতে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে।

 

সাদা কাগজে স্বাক্ষর না করায় তাকে হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদি হয়ে মামলা দায়ের করেন। পিবিআই ১৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন। ১২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কমিটির দুই সদস্যের নাম আসায় উক্ত কমিটি বাতিল করে ইসলামী বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *