Main Menu

সোনাগাজীতে নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

ফেনী-৩ (সোনাগাজী -দাগনভুঞা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সোনাপুর হাজী এমএস হক উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অভিভাবক সমাবেশে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিত প্রধান অতিথি সাংসদ মাসুদ চৌধুরী বলেন, সকলের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই। দুৃর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজজামান, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, উপজেলা নির্বাহি অফিসার সোহেল পারভেজ, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক হিরনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকগ ও সকল শ্রেনীর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *