সোনাগাজী প্রতিনিধি:
ভৌগলিক ও অর্থনেতিক কারনে ফেনীর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ন সোনাগাজী উপজেলা। প্রস্তাবিত বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল, ২০০ মেঘাওয়াট বায়ু ও সৌর বিদ্যুত প্রকল্প, বীজ সেন্টার স্থাপন সহ সরকারের বহু গুরুত্বপূর্ন প্রকল্পের কাজ চলমান । সে সব বিবেচনায় আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সোনাগাজী উপজেলায় দক্ষ ও যোগ্য চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রয়োজন।
সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশি বর্তমান চেয়ারম্যান কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, উপজেলা আ.লীগ সভাপতি রুহুল আমিন, যুগ্ন সাধারন সম্পাদক ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো
এবং ভাইস চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, পৌর আ.লীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, উপজেলা যুবলীগ সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন ও চর মজলিশপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের।
উপজেলা আ.লীগ নেতারা মনে করেন, তৃণমূলে যাচাই করে চেয়ারম্যান পদে জনপ্রিয় ও যোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দেয়া উচিত। অতীত ও বর্তমান বিবেচনা করে দলীয় প্রার্থী দিলেই আওয়ামীলীগের প্রার্থী জিতবে। একই ভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদেও যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন দেয়ার দাবি জানায় তৃণমূল নেতাকর্মীরা।
পৌর ২নং ওয়ার্ড আ.লীগ সাধারন সম্পাদক নিজাম উদ্দিন বলেন, তৃনমূলে জনপ্রিয় ও সাংগঠনিক ভাবে দক্ষ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ ভাইস চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী। তিনি ফেনী জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন এবং আওয়ামী প্রচারলীগ, সোনাগাজী শাখার আহ্বায়ক হিসেবে দায়ীত্ব পালন করছেন। ২০১৪ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ২০১৬সালে চর ছান্দিয়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করেন সৈয়দ দীন মোহাম্মদ।
পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল করিম সাইফুল বলেন, ২০০১-২০০৯সাল পর্যন্ত চরম দুঃসময়ে জোট সরকারের ব্যাপক নির্যাতন সহ্য করেও তৃনমূল নেতাকর্মীদের পাশে ছিলেন আ.লীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ।
সেসময় দলের সকল আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দলের বর্তমান সুসময়েও তিনি তৃনমূল নেতাকর্মীদের পাশে আছেন। সোনাগাজী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে তিনিই মনোনয়ন পাওয়ার যোগ্য।