রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি জেলা পুলিশের এক পুলিশ কনস্টেবল নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছে। নিহত কনস্টেবল মোঃ কাইয়ুম সরকার যার কনস্টেবল নাম্বার ১২৫১।
১৫ জুলাই বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল মোঃ কাইয়ুম সরকার দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির সুখী নীলগঞ্জস্থ পুলিশ লাইনে কমর্রত ছিলেন ।
মানসিক যন্ত্রণার কারনে কর্তব্যরত অবস্থায় নিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে বলে পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। মোঃ কাইয়ুম সরকার সকাল থেকে পুলিশ লাইনে ছিলো। ডিউটি যাওয়ার সময় সে নিজ মাথায় গুলি করে কনেষ্টবল মোঃ কাইয়ুম।
রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কনস্টেবল কাইয়ুম দায়িত্ব পালন করার জন্য ব্যারেক থেকে অস্ত্র নিয়ে রাস্তায় এসে এই ঘটনা ঘটায়।
তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে যোগ করেন এসপি।
নিহত কাইয়ুম গাজিপুর জেলাধীন কালিয়াকৈর থানার বাঁশকৈর গ্রামের মোঃ আইয়ুব আলী সরকারের সন্তান।