ফেনী’ প্রতিনিধি:
ফেনী সদরের কাজীরবাগ ইউনিয়নের রুহিতিয়া মোল্লা বাড়ীতে ডিজি কম এর পরিচালক নিজাম উদ্দিন মোল্লার ঘরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফেনী মডেল থানার উপ পরিদর্শক আশ্রাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানাগেছে,ওই দিন সন্ধ্যায় বেশ কিছু সন্ত্রাসী রুহিতিয়া মোল্লা বাড়ীর তোফাজ্জল হোসেন জনু মিয়ার ছেলে ও ক্যাবল অপারেটর ডিজি কমের পরিচালক নিজাম উদ্দিন মোল্লাকে খুঁজতে আশে।
এসময় তারা তাকে না পেয়ে বাসার টিভি,ফ্রিজ ও আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া তারা নগদ টাকা পয়সাও স্বর্ণালংকার লুটে নেয়।
এ বিষয়ে নিজাম মোল্লা জানান, আমি ফেনী শহরে থাকি বাড়িতে আমার বাবা ও ছোট ভাইরা থাকে। কে বা কারা কেন আমার বাড়ীতে হামলা চালিয়েছে তা বুঝতে পারছিনা।
পুলিশ এসেছে এ বিষয়ে আগামীকাল থানায় অভিযোগ করার কথাও জানান তিনি।