সোনাগাজী প্রতিনিধি :
ফেনী চক্ষু হাসপাতাল ও ব্র্যাকের যৌথ অর্থায়নে আয়োজিত সোনাগাজী পৌরসভায় মাস ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেছেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন।
বুধবার(১৯ এপ্রিল) সকালে পৌরসভা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফেনী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. রুহুল আমিন, পরিচালক আবুল হাসেম, রফিকুল ইসলাম, উপদেষ্টা সিরাজ উদ-দৌলাহ, ব্র্যাকের এরিয়া ম্যানেজার রহমত উল্যাহ এবং মহিলা কাউন্সিলর মনিহার বেগম প্রমূখ।
প্রতিদিন ৩ জন চিকিৎসক সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে অসহায় ও গরীব রোগীদের চক্ষু চিকিৎসা দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।