সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে একটি বন্দুক, ৩রাউন্ড গুলি ও ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক সম্রাট সাইফুল ইসলাম(২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার ভাদাদিয়া গ্রামের সিদ্দিক আহমদের ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহমেদ বাংলারদর্পনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টায় ভাদাদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআই ছায়েদের রহমান পিপিএম।
এসময় তার বসতঘর ও দেহ তল্লাশী করে অবৈধ ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ১৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ধৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন ও অবৈধ অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।