রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
রামগড়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জিআর প্রকল্পে আওতায় সম্প্রতি সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এক পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল ৫ টার সময় ১নং রামগড় ইউনিয়নের চিনছড়ি অংহ্রাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন, কম্বলসহ আর্থিক অনুদান প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী,
উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, সদ্য নির্বাচিত ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক, ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, স্থানীয় সরকারী কার্বারী করেন্দ্র ত্রিপুরা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।