ওমর ফরুকঃ গাউছিয়া হক কমিটি ওমান আল-বারকা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দীন চৌধুরী গত শুক্রবার মাইজ ভান্ডার দরবার শরীফের মাজার জেয়ারাত করেন। সেখানে তিনি দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর সাহেব,খাদেম, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির্গ ও গাউছিয়া হক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেন। শনিবার তিনি ওমানের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করেন।