মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের এক কলেজ ছাত্রীকে ধর্ষণকালে দেলোয়ার হোসেন আজম(২৬) নামের এক যুবককে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়া আসে। বৃহস্পতিবার ৪ মে মধ্য চরবাটা গ্রামের আক্কাছ মিয়ার বাড়ীতে এই ঘটনা ঘটে। আটককৃত দেলোয়ার হোসেন আজম আক্কাছ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মধ্য চরবাটা গ্রামের আলী আক্কাছের ছেলে দেলোয়ার হোসেন আজম এর সাথে দীর্ঘ তিন বছর যাবৎ সৈকত ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী আছমা বেগম(২২) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কে এক পর্যায়ে আজম কলেজ ছাত্রী আছমা বেগমকে বিয়ের প্রলোবন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে আছমা বেগম সাংবাদিকদের জানান। বৃহস্পতিবার দুপুরে একেই ভাবে বিয়ের আশ্বাসে আজম কলেজ ছাত্রীকে তাদের বাড়ীর নির্জন একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এই সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে কলেজ ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় আজমকে ধরে পেলে। উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ আজম ও আছমাকে থানায় নিয়ে আসেন। ধর্ষণের অভিযোগে আছমা বেগম বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৩/২০১৭। চরজব্বর থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযুক্ত আজমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
Related Posts
নুসরাত হত্যাকান্ড : আরও ৩ সাক্ষীর জেরা সম্পন্ন | বাংলারদর্পন
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা নুসরাত জাহান রাফীকে পুড়িয়ে হত্যা মামলায় কেরোসিন বিক্রেতা জসিম উদ্দিন, বোরখা বিক্রেতা…
বিয়ে দিতে রাজি না হওয়ায় মা-মেয়েকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন | বাংলারদর্পণ
কক্সবাজার : কক্সবাজার জেলার চকরিয়ায় মা-মেয়েকে চোর আখ্যা দিয়ে এক রশিদে বেধে পেটানোর অভিযোগ উঠেছে হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের…
আবু তাহের মিয়া স্মৃতি গােল্ডকাপের ফাইনাল অনুৃষ্ঠিত
মাে ইমাম উদ্দিন সুমন, নােয়াখালী প্রতিনিধি: দীর্ঘ ৩ মাস পর ব্যাপক উৎসাহ উদ্ধিপনার মধ্য দিয়ে শেষ হলাে আবু…