ফেনী প্রতিনিধি :
আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে,ষড়যন্ত্র চলছে।কিন্তু কোন লাভ হবে।যারা ষড়যন্ত্র করছে তারা নিজেরাই একদিন শেষ হয়ে যাবে।শনিবার রাতে আগামী ১৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেনী আগমন ও জেলা কৃষক লীগের সম্মেলন সফল করতে পৌরসভাস্থ আ’লীগের কার্যালয়ে প্রস্তুতি সভায় ফেনী -২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এসব কথা বলেন।
তিনি আরো বলেন নানা রকম ষড়যন্ত্র নিয়ে ফেনী পৌরসভার মেয়র হয়েছি।ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হয়েছি এবং ফেনী-২ আসনের এমপি হয়েছি।আমাদের নেত্রী ঢাকায় বসে ফেনীর ব্যাপারে গভীর পর্যবেক্ষন করছেন।সুতারাং ষড়যন্ত্রকারীরা কখনও সফল হবে না।
জেলা সভাপতি আবদুর রহমান বি.কম এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, সহ-সভাপতি পিপি হাফেজ আহম্মদ,জিপি প্রিয়রঞ্জন দত্ত, মাষ্টার আলী হায়দার, যুগ্ম-সম্পাদক নিজাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ মজুমদার, সদস্য মজিবুল হক রিপন,মোশারফ হোসেন ভূঞা, সদর উপজেলা সভাপতি করিম উল্লাহ বি.কম, পৌর সাধারণ সম্পাদক আইনুল কবির শামীম, দাগনভূঞা উপজেলা সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সোনাগাজী উপজেলা সভাপতি ফয়েজুল কবির, ছাগলনাইয়া উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন ভুলু মজুমদার, ফুলগাজী উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন, পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটার, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জালাল হাজারী, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক শম্বু বৈষ্ণব, যুব মহিলা লীগ সভাপতি হাছিনা আক্তার নিঝুম, ছাত্রলীগ সভাপতি সালাহউদ্দিন,সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ প্রমুখ।