নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের ঘুমধুম এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে পাঁচজন নিহত হয়েছে। নিহতরা সবাই মাটিকাটা শ্রমিক বলে জানা গেছে। আজ সোমবার ২১ মে এ হতাহতের দুর্ঘটনা ঘটে।
এর আগে, গত বছর প্রবল বর্ষণে পাহাড় ধসে মারা যান ১২০ জন। এতে আহত হন দুই শতাধিক মানুষ। এসময় সব হারিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ।
প্রতিবছর বর্ষা মৌসুমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।তবে, বর্ষা মৌসুমকে সামনে রেখে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।