জানে আলম শেখ : গাইবান্ধার সদর উপজেলায় বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল মিয়া(১৫) ও স্থানীয় আজিজার রহমান (৪৫) দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী আজিজার বৈদ্যুতিক ফ্যান ঠিক করার জন্য বেলালকে ডেকে নিয়ে যায়। পরে ফ্যান মেরামতের সময় বেলালের কথামতো সুইচ টিপে দেন আজিজার। এ সময় বেলাল বিদ্যুতায়িত হয়ে পড়ে। বেলালকে বাঁচাতে আজিজার এগিয়ে গেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। এ অবস্থায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু।