ঠাকুরগাঁওয়ের নম্রতা বর্মন সেতু জাতীয় পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে | বাংলারদর্পন 

জানে আলম শেখ, ঠাকুরগাঁও :

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রণালয়’র আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮-তে অংশ গ্রহন করে জাতীয় পর্যায়ে রবীন্দ্র সংগীত ক-বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান নম্রতা বর্মন সেতু।

 

সেতু জেলার সুনামধন্য বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। বাবার নাম দিলীপ চন্দ্র বর্মন। তিনি পেশায় একজন হাই স্কুলের শিক্ষক। মায়ের নাম নাম পারুল রাণী রায়। তিনি গৃহিনী। সেতু ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির তৃতীয় বর্ষের ছাত্রী ও ঠাকুরগাঁও বেতারের সংগীত প্রযোজক ও গুণীশিল্পী মোজাম্মেল হক বাবলুর কাছে সংগীতে তালিম গ্রহন করছে।

 

গত ১৫মে ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ-এ সারা দেশের ৮ টি বিভাগের জাতীয় পর্যায়ের শিশুরা এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। রংপুর বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথম হওয়ার গৌরব অর্জন করে সেতু।

 

পরবর্তীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮’র আয়োজক কমিটির সিদ্ধান্ত ও সময় মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক গ্রহন করবে সেতু।

 

উল্লেখ্য,সেতু বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের একজন নিয়মিত শিশু শিল্পী।সে এ নিয়ে চারবার জাতীয় পুরস্কার পেল।এর আগে সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতায় ২০১৬ সালে ১ম, ২০১৭ সালে ২য়,সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে রবীন্দ্র সংগীতে ৩য় ও সর্বশেষ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ তে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে। নম্রতা বর্মন সেতু খুব অল্প বয়স থেকেই ঠাকুরগাঁও,রংপুর ও ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ সুনাম অর্জন করেছে। তাঁর বাবা-মায়ের আশা নম্রতা একদিন বড় মাপের শিল্পী হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *