আবারও টাইগার দল থেকে বাদ নাসির, রয়েছেন ব্যর্থ ক্রিকেটার সৌম্য-সোহান

বাংলার দর্পন বিনোদন ডেস্ক:- আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে সেই দলে জায়গা হয়নি অলরাউন্ডার নাসির হোসেন, ওপেনার শাহরিয়ার নাফিস ও মেহেদী হাসান মারুফের।
বিপিএলের চলতি আসরে দারুণ খেলেছেন নাফিস ও মারুফ। এছাড়া নাসির হোসেনও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করেছেন।
কিছুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, বিপিএলে যারা ভালো করবে তাদের মধ্য থেকে কেউ কেউ দলে জায়গা পাবেন।
কিন্তু ধারাবাহিকভাবে খারাপ করা ক্রিকেটাররা স্কোয়াডে সুযোগ পেলেও জায়গা হয়নি নাফিস বা মারুফের মতো ব্যাটসম্যানদের। স্কোয়াডে রয়েছেন এবারের আসরের ব্যর্থ আইকন ক্রিকেটার সৌম্য সরকার। রয়েছেন নুরুল হাসান সোহানও। এদিকে দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর আবারও দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
২২ সদস্যের স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভির হায়দার।
সম্পাদনা/ আবদুল্লাহ রিয়েল
Related News

আমিরাবাদে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
গাজী মোহাম্মদ হানিফ : সোনাগাজীর ঐতিহ্যবাহি আমির উদ্দিন মুন্সি বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্ট’রRead More

মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
সোনাগাজী প্রতিনিধি : মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুমRead More