সোনাগাজীতে রুহুল অামিন স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন★বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুরে মুক্তিযোদ্ধা রুহুল অামিন স্পোটিং ক্লাবের উদ্যোগে অায়োজিত “রুহুল অামিন স্মৃতি গোল্ডকাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন অনুৃষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারী মঙ্গলবার সকালে মজলিশপুর গ্রামস্থ উম্মুক্ত মাঠে টুর্নামেন্টের অানুষ্ঠানিক উদ্বোধন করেন দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।

 

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান অাজিজুল হক হিরন,  দাগনভুঞা পৌর মেয়র ওমর ফারুক, জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন, নবাবপুর যুবলীগের সভাপতি হক সাহেব,  চর দরবেশ যুবলীগের সভাপতি গোলাম সারওয়ার দুলাল, মজলিশপুর যুবলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক ।

উদ্যোক্তা সোহাগ খায়ের জানান, প্রতিবছরের ন্যায় এবারো নকআউট পদ্ধতিতে টুর্নামেন্ট অনুৃষ্ঠিত হচ্ছে। এবার টুর্নামেন্টে ফেনীর সকল উপজেলার ৩২ টিম অংশ গ্রহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *