না খেললেও চ্যাম্পিয়ন ব্রাজিলের নিহত ফুটবলাররাই!

বাংলার দর্পন
অনলাইন ডেস্ক| ০৩ ডিসেম্বর ২০১৬।
কলোম্বিয়ায় শ্যাপেকোয়েন্সের নিহত ফুটবলারদের ৭১টি মৃতদেহ ব্রাজিলে আনা হয়েছে। এখন প্রস্তুতি চলছে স্মারক সেবার। এর আগে কলোম্বিয়ায় প্রায় লক্ষাধিক ভক্ত-অনুরাগী জড়ো হয়ে ফুটবলারদের শেষ শ্রদ্ধা জানান।
গেলো সোমবার লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ (ইউরোপা লিগের সমমর্যাদার) প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাসিওনেলের বিপক্ষে খেলতে মেদেলিন যাওয়ার পথে বিধ্বস্ত হয় শ্যাপেকোয়েন্সের ফুটবলার-কর্মকর্তাদের বহনকারী অভিশপ্ত বিমানটি। ওই ফ্লাইটে মোট ৮১ যাত্রীর মধ্যে ৭৭ জনই প্রাণ হারান।
গতকাল শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল ট্রিমার বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন। এসময় বিমানবন্দরের রাস্তার দু’পাশে শতশত লোক শ্রদ্ধা জানান। এর আগে প্যারাগুয়ের ক্রু গুস্তাভো ইনসিনার দেহাবশেষ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে ব্রাজিলিয়ান ক্লাব শ্যাপেকোয়েন্সের নিহত ফুটবলার এবং ক্লাবের প্রতি বিরল সম্মান জানিয়ে দলটিকেই কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে। এর আগে লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবলকে শ্যাপেকোয়েন্সকে সম্মান জানিয়ে চ্যাম্পিয়ন ঘোষণা করার আনুষ্ঠানিক আহ্বান জানায়।
বিবৃতিতে কলম্বিয়ার ক্লাবটি জানায়, ‘এত ব্যাথা আমরা হৃদয়ে ধারণ করবো কিভাবে! আমরা তো এই শোক বইতে পারছি না। যখন আমাদের কাছে বিমান দুর্ঘটনার খবর এলো, আমরা স্তব্দ হয়ে গিয়েছি। এটা এমন এক সংবাদ যা সারা জীবনে আর দ্বিতীয়বার শুনতে চাই না। আমাদের কাছে ২০১৬ কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন প্রতিপক্ষ দল শাপেকোয়েনসই।’
Related News

উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনা
নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশের এইRead More

যুক্তরাষ্ট্রে জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের অনুমোদন
হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল শুক্রবার একক ডোজের জনসন এন্ডRead More