২৮৯ রানেই শেষ টাইগারদের প্রথম ইনিংস

বাংলার দর্পন ডেস্ক: সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস ২৮৯ রানে গুটিয়ে গেছে। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান আাসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের বোলারদের হয়ে ৪ টি  উইকেট নেন টেন বোল্ট আর ৫টি উইকেট নেন টিম সাউদি।
ban-vs-nz@abnews_57562
এদিকে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই তামিম ইকবালের উইকেট হারালেও সৌম্য সরকারের ব্যাটে ভালোই শুরু করে। তাকে ভালো সঙ্গদেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও ব্যাক্তিগত ১৯ রানে ফিরে রিয়াদ। তারপরে সাকিবকে নিয়ে ১২৭ রানের জুটি গড়ে ভালোই খেলছিলো বাংলাদেশ। অবশেষে ৮৬ রানে ফিরেন সৌম্য সরকার। তার দেখোনো পথে হাটেন সাকিবও। ফিরেন ৫৯ রানে। তার পরে ক্রিজে এসে বিদায় নেন সাব্বির। তারপরে ফিরেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহাম্মেদও। মাঝ পথে নুরুল হাসান সোহানের ৪৭ রানের উপর ভিত্তি করে ২৫০ রানের কোটা পার করে বাংলাদেশ।

আর শেষের দিকে রুবেল হোসেনের ১৬ রান ও কামরুল ইসলাম রাব্বির দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৮৯ রান করে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *