মাে. আফজাল হােসেন দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উত্তর দক্ষিন পাট কয়লা অনুসন্ধান কূপ খননের শুভ উদ্বােধন। গত ১৭ ই সেপ্টেম্বর সকাল সাড় ১১ টায় দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাখনির উত্তর দক্ষিন পাটের প্রকল্প পরিচালক মাে কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুসন্ধান কূপের উদ্বােধন করেন বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলহাজ মাে হাবিব উদ্দীন আহম্মদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়ল খনির জি.এম প্রশাসন মাে শরিফুল আলম, মহাব্যবস্থাপক অর্থ হিসাব মাে আব্দুল মান্নান পাটােয়ারী, ভু-তত্ত্ববিদ মাঃ জাহাঙ্গীর আলম সহ খনির অন্যান্য কর্মকর্তা গন। । উদ্বােধনী অনুষ্টান শেষে বিশেষ মােনাজাত করা হয়। মােনাজাত পরিচালনা করেন বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থা¯পনা পরিচালক প্রকৌশলী মাে. হাবিব উদ্দিন আহম্মদ।