প্রতিবেদক :
ঘূর্ণিঝড় আমফান তছনছ করেছে উপকূলীয় এলাকার হাজার হাজার গাছপালা ও মানুষের ঘরবাড়ি। দেশ। এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরে দুজন, পটুয়াখালীতে দুজন, ভোলায় দুজন, পিরোজপুরে একজন, সন্দ্বীপে একজন ও সাতক্ষীরায় একজন রয়েছেন।
আমফানের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও বাতাস ছিল সারাদেশে। উপকূলীয় এলাকা প্রায় ১০ থেকে ১২ ফুট পানির উচ্চতা বেড়েছে। আমফানের প্রভাবে বৃষ্টিপাত ও দমকা বাতাসের কারণে উপকূলীয় নদ-নদীগুলো উত্তাল হয়ে ওঠায় সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। অনেক স্থানে ফাটল ধরেছে বাঁধে।
সরকারি তথ্যমতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর অন্তত ২৪ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বাংলারদর্পন