কুষ্টিয়া সংবাদদাতাঃ বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠকে নিজস্ব গুদামে অতিরিক্ত চাল মজুদ রাখার অভিযোগ ওঠে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক লায়েক আলীর বিরুদ্ধে। এই দুইজনের বিরুদ্ধে নেতাদের অভিযোগকে গুরুত্ব দিয়ে তাদের গুদামে অভিযান চালানোর নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তার এই নির্দেশনা অনুযায়ী আবদুর রশিদের কুষ্টিয়ার চাল মিলে অভিযান চালাচ্ছে টাস্কফোর্স।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে চাল সংকট কাটাতে দেশের কোথায় এবং কোন গুদামে চাল মজুদ আছে সে বিষয়টি জানতে চান বাণিজ্যমন্ত্রী। একপর্যায়ে বাংলাদেশ রাইস মিল অ্যাসেসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীর নাম উঠে আসে। তাদের মধ্যে আব্দুর রশিদের বাড়ি কুষ্টিয়ায়। কুষ্টিয়া ও নওগাঁয় তার চালের মিল ও গুদাম আছে। এর আগে গত সোমবার আইনশৃঙ্খলা বাহিনী আবদুর রশিদের গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদের প্রমাণ পায়। এ সময় তাকে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৈঠকে বিষয়টি জানতে পেরে বাণিজ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে কুষ্টিয়ার এডিসি ও নওগাঁর ডিসি এবং দুই জেলার এসপির সঙ্গে ফোনে কথা বলেন। তিনি তাদের নির্দেশ দিয়ে বলেন, এ মুহূর্তে আবার তার গুদামে অভিযান চালান। সেখানে মজুদ করা অতিরিক্ত চাল ও ধান জব্দ করে তাকে গ্রেপ্তার করুন।