বাংলার দর্পন ডটকম ;
সোনাগাজীর কাজীর হাটে গৃহবধূর শ্লীলতাহানি ও তার ভাইকে মারধরের ঘটনায় ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল কাইয়ুম রাসেলসহ দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এ সংক্রান্ত খবর বাংলার দর্পন সহ কয়েকটি দৈনিকে প্রকাশের পর সন্ধ্যায় তাদের গ্রেফতার করেছে পুলিশ। তারা উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিকারী গ্রামের বাসিন্দা। রোববার ফেনী বিজ্ঞ অাদালতের মাধ্যমে ধৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিকারী গ্রামের কাজীর হাট স্লুইস গেট এলাকায় বসুর হাটের এক গৃহবধূ তার খালাতো ভাইয়ের সঙ্গে বেড়াতে আসেন। পরে তারা নদী পার হওয়ার জন্য নৌকায় উঠেন। এ সময় উত্তর চর সাহাভিকারী গ্রামের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল কাইয়ুম রাসেল ও যুবলীগ নেতা এমরান হোসেন নৌকায় গিয়ে ওই গৃহবধূ ও তার খালাতো ভাইকে জোর করে নৌকা থেকে নামিয়ে একটি বাড়িতে নিয়ে মারধর করে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে এবং স্বর্ণের চেইন, কানের দুল, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
দাবিকৃত টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করার কথা বলে তারা দুজন ছাড়া পান। এ ঘটনায় রাতে গৃহবধূ মাকসুদা আক্তার বাদী হয়ে ওই দু’জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।