ফেনী :
ফেনীতে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ন’র (র্যাব) সাথে বন্ধুক যুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে। সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, রাতে ওই স্থানে র্যাবের টহল ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে দুই মোটরসাইকেল আরোহীকে থামতে বলে র্যাব। এ সময় তারা না থেমে উল্টো র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র্যাবও পাল্টা গুলি ছুড়লে মো. মামুন মোর্শেদ (৩৫) ও আল আমিন (২৫) নিহত হয়। পরে তল্লাসি চালিয়ে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে ২৪ হাজার ৭শ’ পিস ইয়াবা, ১বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক সাফায়ত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেন।