মোঃ আলাউদ্দীন, চট্টগ্রাম :
গত২০মে সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি ও চট্টগ্রাম চেম্বার সভাপতির ব্যক্তিগত সহযোগিতায় উত্তর ও দক্ষিণ জোনের সরণিকা ক্লাব, বসুন্ধরা ক্লাব ও কে.বি কনভেনশন সেন্টারে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম, এম এ মালেক, আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, মাহবুবুল আলম, সভাপতি, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, সিএমপি’র উত্তর ও দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও স্ব-স্ব থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।