ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফেনী প্রতিনিধি :
ফেনীর বোগদাদিয়া কনভেনশন হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকআপ ভ্যানের চালক ও সহযোগীসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় ।

এই সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন- পিকআপ ভ্যানচালক গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকার মো. সুজন (২৭), সহযোগী মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মো. শামিম হাসান ও চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসী তলা এলাকার শহিদুল ইসলাম (২৭)।

পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *