দাগনভূঞায় মুক্তিযোদ্ধার পাঁকা কবর গুড়িয়ে দিল সন্ত্রাসীরা | বাংলারদর্পন

ফেনী’ প্রতিনিধি >>

ফেনীর দাগনভূঞায় মুক্তিযোদ্ধা মৃত আবুল কাশের নতুন পাঁকা করা কবর গুড়িয়ে দিলো আবুল হাসেম ,আবু ছুপিয়ান ,নুরুল আফসারের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা।  সোমবার সকালে ইয়াকুব পুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে দাগনভূঞা থানায় অভিযোগ দায়ের করেন মুক্তিযাদ্ধার সন্তান আব্দুলাহ আল মামুন।

মামুন জানান, ২০১৭ সালে ২৬ জুলাই তার বাবা মৃত্যুবরণ করেন। পারিবারিক সিদ্ধান্তে গতকাল রোববার কবরটি পাঁকা করা হয় । কবরের যাওয়ার পথ ব্যবহার করায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় সন্ত্রাসী আবুল হাসেম ,আবু ছুপিয়ান ,নুরুল আফসারের নেতৃত্বে সন্ত্রাসীরা তার বাবার পাঁকা কবরটি গুড়িয়ে দেয়।

উপজেলা মুক্তিযাদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি এম আই সোহেল এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান,এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তিনি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্ল্যাহ বাঙ্গালী জানান, এদেশে রাজাকারের অনুসারীরা এখনো রয়ে গেছে।না হলে একজন মুক্তিযাদ্ধা মারা যাওয়ার পর তার কবর দিনে দুপুরে গুড়িয়ে দেওয়ার সাহস পায় কি করে ।তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার জানান,অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরবর্তীতে তদন্তপূর্বক ব্যবস্থা করা হবে। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *