তাড়াশে সরকারী রাস্তার লক্ষাধিক টাকার গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে সরকারি রাস্তার পাশে লাগানো প্রায় লক্ষাধিক টাকার ইউক্যালীপটাস গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল সোমবার রাতে তাড়াশ-মান্নাননগর আঞ্চলিক সড়কের তাড়াশ পশ্চিম ওয়াবদা বাঁধের রাস্তায় রোপনকৃত ১২ টি ইউক্যাল্পিটাস গাছ কেটে নিয়েছে ভুমিদস্যুরা। ভুমিদস্যু তাড়াশ কবরস্থান পাড়ার আব্দুস সামাদের ছেলে আক্তার মিস্ত্রি কেটে নেয়। ওই গাছগুলোর মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ মুনসুর উদ্দিন সময়ের কণ্ঠস্বরকে বলেন, গাছ কাটার বিষয়টি জেনেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *