ফেনী প্রতিনিধি : ভারতের কোলকাতা রবীন্দ্র সদনে আন্তর্জাতিক মাতৃভাষা উৎসব অনুষ্ঠানে ,সফল ইউনিয়ন চেয়ারম্যান ও সমাজ সেবায় বিশেষ অবদান স্বরুপ মহাত্মাগান্ধী স্বর্নপদক ও সন্মাননা ২০১৭ পেলেন ফেনীর সোনাগাজী উপজেলাস্থ অামিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা অা’লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল অালম জহির।
কোলকাতাস্থ সাংবাদিক ফোরামের অনুষ্ঠানে মঙ্গলবার বিকালে বাংলাদেশের বিভিন্ন জেলার আরও ১৬জন ইউ পি চেয়ারম্যান এ পদক লাভ করেন।