মোঃ আলাউদ্দীন :
রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দক্ষিণ রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় পাঁচদিন ব্যাপী দক্ষিণ রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উপলক্ষে স্মৃতিচারন অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম পি। এসময় প্রধান অতিথি বলেন, আজকের বাংলাদেশের ১৬ কোটি মানুষের আস্থা, বিশ্বাস শেখ হাসিনা। শেখ হাসিনা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানেই শেখ হাসিনা।
তিনি আরো বলেন, আগামী ৩০শে ডিসেম্বর স্বাধীনতা পক্ষের শক্তির একটি অগ্নি পরিক্ষা। নতুন প্রজন্মের প্রতি আমার অগাধ বিশ্বাস তারা তারুণ্যের বিপ্লব ঘটাবে। তারা তাদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে দিবেন। রাউজানকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, তার অধিকাংশই বাস্তবায়ন হয়েছে। আমার আরও অনেক স্বপ্ন আছে। তা আমি বাস্তবায়ন করতে চাই। আমি রাউজানে হানাহানি, সংঘাত চাই না। এক সময়ের সন্ত্রাসের জনপথ খ্যাত রাউজান এখন সন্ত্রাসমুক্ত, হরতাল মুক্ত। নেই কোন অরাজকতা। আপনারা যদি এই শান্তির ধারা অব্যাহত রাখতে চান তাহলে আগামী ৩০ তারিখ স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা প্রতীকে রায় দিন।
বিজয় মেলা উদযাপন পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ও সচিব বাবুল মিয়া মেম্বারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান দিদারুল আলম। সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কপিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ু–য়া, নোয়াপাড়াা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল প্রমূখ। এছাড়া স্থানীয় আওয়ামী ও যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।