ফেনী প্রতিনিধি :
ফেনী-২ আসনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নির্বাচনি জনসভা গুলোর জনস্রোতই প্রমান করে নিজাম উদ্দিন হাজারীর জনপ্রিয়তা।
গত ৫ বছর ফেনীর উন্নয়ন ও শান্তির জন্য কাজ করায় জনগনই নিজেদের স্বার্থে নিজাম হাজারীকে নৌকায় ভোট দিবে। বৃহস্পতিবার বিকেলে মহিপালে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও চবি ছাত্রলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম।