কাগতিয়ার গাউছুল আজম (রাঃ)’র পবিত্র সালানা ওরছে পাকের চূড়ান্ত প্রস্তুতি সভা 

 

 

চট্টগ্রাম ব্যুরো :

 

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু’র পবিত্র সালানা ওরছে হযরত গাউছুল আজম (রাঃ) আগামী ১৪ এপ্রিল শনিবার সকাল ৮ ঘটিকা হতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সালানা ওরছে পাক উপলক্ষে গতকাল মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সভায় দিনরাত ব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে নামাজে ফজর খতম শরীফ, ঈছালে ছাওয়াব, মোরাকাবা, রওজা শরীফ জিয়ারত, মিলাদ-কিয়াম, মোনাজাত, খতমে কোরআন, খতমে বোখারী ও তাহ্লীল। বাদে নামাজে জোহর পবিত্র মিরাজুন্নবী (দঃ) ও দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম (রাঃ)’র জীবনী শীর্ষক আলোচনা। বাদে নামাজে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব- ফাতেহা শরীফ আদায়,  ঈছালে ছওয়াব, মোরাকাবা, সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্র মাধ্যমে হুজুর পাক (দঃ)’র বাতেনী নূর বিতরণ, জিকিরে গাউছুল আজম মোর্শেদী ও তাবাররুক বিতরণ। বাদে নামাজে এশা মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর তাকরির, মিলাদ-কিয়াম, মোনাজাত ও দরূদে মোস্তফা আদায়। আখিরুল লাইল নামাজে তাহাজ্জুদ, জিক্রে জলী, দরূদ শরীফ ও মোনাজাত। ১৫ এপ্রিল (২৭ রজব) বাদে নামাজে ফজর খতম শরীফ আদায়, ঈছালে ছাওয়াব, মোরাকাবা, রওজা জিয়ারত, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাত। কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ ছৈয়্যদ মুহাম্মদ সোলায়মান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চূড়ান্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাস্তবায়ন তদারক পরিষদের আহবায়ক প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর। এছাড়া সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া, সহ-সচিব অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক অলি আহাদ চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুল মোমেন, আলহাজ¦ মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ। এতে ধর্ম পরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল। এ ওরছে গরু, মহিষ, ছাগল, টাকা-পয়সা, নজর নেওয়াজ এ ধরণের কোন কিছু না আনার জন্য কাগতিয়া দরবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *